নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
এশিয়ান যুব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের চতুর্থ আসরে খেলতে দুই অ্যাথলেটসহ এখন কুয়েতে অবস্থান করছে তিন সদস্যের বাংলাদেশ অ্যাথলেটিক্স দল। এরা হলেন-অ্যাথলেট মো. আরিফ বিল্লাহ ও ছারজিল হাসান খান জিদান এবং দলনেতা জামাল হোসেন। গতকাল মধ্যরাতে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চড়ে ঢাকা থেকে রওয়ানা হয়ে আজ ভোরে কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে পৌঁছে বাংলাদেশ দল। এখানেই আগামীকাল থেকে ১৬ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে যুব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের খেলা। বাংলাদেশ দলের দুই অ্যাথলেটের মধ্যে মো. আরিফ বিল্লাহ ১০০ ও ২০০ মিটারে এবং ছারজিল হাসান খান জিদান ২০০ মিটার ও ৪০০ মিটার স্প্রিন্টে অংশ নেবেন। প্রতিযোগিতা শেষে ১৮ অক্টোবর দেশে ফিরে আসবেন তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।