নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে অংশ নিতে এখন বাহরাইনে রয়েছে বাংলাদেশ ভারোত্তোলন দল। গত ৬ অক্টোবর থেকে বাহরাইনের মানামায় শুরু হয়েছে এশিয়ার ভারোত্তোলনের সবচেয়ে বড় এই প্রতিযোগিতা। দেশসেরা নারী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্তসহ চারজন খেলোয়াড় এ আসরে অংশ নিতে গতকাল বাহরাইন যান। দলের চার ভারোত্তোলক হচ্ছেন- পুরুষদের ৯৬ কেজিতে আশিকুর রহমান ও ৮৯ কেজিতে সাকায়েত হোসেন প্রান্ত এবং নারীদের ৬৪ কেজি ওজন শ্রেণীতে মাবিয়া আক্তার সীমান্ত ও ৮৭ কেজিতে তানিয়া খাতুন। চ্যাম্পিয়নশিপের খেলা গত বৃহস্পতিবার থেকে শুরু হলেও বাংলাদেশের ভারোত্তোলকরা প্রতিযোগিতায় নামবেন আজ থেকে। এদিন সীমান্ত খেলবেন মেয়েদের ৬৪ কেজি ওজন শ্রেণীতে।
এই চ্যাম্পিয়নশিপে টেকনিক্যাল অফিসিয়ালের দায়িত্ব পালন করতে বাংলাদেশের সাবেক তারকা ভারোত্তোলক ও কোচ শাহরিয়া সুলতানা সূচিও এখন আছেন বাহরাইনে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।