Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যাবরেরার ভাগ্য নির্ধারণ আগামী মাসে!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২২, ৮:২৬ পিএম

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণের পর স্প্যানিশ হ্যাভিয়ের ক্যাবরেরার তত্বাবধানে আটটি ম্যাচ খেলেছেন জামাল ভূঁইয়ারা। যার মধ্যে এক জয়, দুই ড্র এবং বাকি পাঁচ ম্যাচে হার বাংলাদেশ দলের। এ পরিসংখ্যান পর্যালোচনা করে কোচ ক্যাবরেরার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের ফুটবলবোদ্ধারা। এমনকি স্প্যানিশ কোচের পারফরম্যান্স নিয়ে হতাশ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারাও। সরাসরি না বললেও বাফুফের নির্বাহী কমিটির কয়েকজন সদস্য আকার-ইঙ্গিতে এই হতাশা প্রকাশ করেন। ফলে আন্দাজ করা যাচ্ছে হয়তো বেশি দিন বাংলাদেশে টিকবেন না ক্যাবরেরা। বাফুফের সঙ্গে তার এক বছরের চুক্তির মেয়াদ প্রায় শেষ। মেয়াদ বাড়ানো হবে কিনা তা জানা যাবে আগামী মাসে জাতীয় দল কমিটির সভায়। মঙ্গলবার বাফুফে ভবনে অনুষ্ঠিত সভা শেষে এমনটাই জানান জাতীয় দল কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ, এমপি। তিনি বলেন, ‘যেহেতু ডিসেম্বরে হ্যাভিয়ের ক্যাবরেরার মেয়াদ শেষ হবে। তাই আগামী মাসে জাতীয় দল কমিটির আরেকটি সভায় তার বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত হবে।’ নাবিল যোগ করেন, ‘আজকের (মঙ্গলবার) সভায় জাতীয় দলের বিগত ম্যাচগুলো নিয়ে পর্যালোচনা হয়েছে। আগামী বছর কি কি খেলা আছে তা নিয়েও হয়েছে আলোচনা। ক্যাবরেরার অধীনে কিছু ম্যাচ আমরা ভালো করেছি, আবার কিছু খারাপ। যেমন কম্বোডিয়ায় স্বাগতিকদের বিপক্ষে জিতেছি এটা ভালো, আর কাঠমান্ডুতে নেপালের কাছে হারাটা দুঃখজনক।’

ডিসেম্বরের আগে জাতীয় ফুটবল দলের কোনো ম্যাচ নেই। এই সময় ঘরোয়া আসরের খেলা দেখেই সময় কাটাতে হবে স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ