Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

থাইল্যান্ডে বন্দুক নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

থাইল্যান্ডের একটি ডে-কেয়ার সেন্টারে নির্বিচার হত্যাকান্ডের এক ঘটনার পর আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে বন্দুক মালিকানার নিয়ম কঠোর করতে ও মাদকের ব্যবহার বন্ধ করার আদেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা। গত সপ্তাহের ওই হত্যাকাÐের ঘটনায় পুরো থাইল্যান্ড শোকে স্তব্ধ হওয়ার পর সোমবার এ আদেশ দেন দেশটির প্রধানমন্ত্রী, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত বৃহস্পতিবার রাজধানী ব্যাংকক থেকে ৫০০ কিলোমিটার উত্তরপূর্বের শহর উথাই সাওয়ানের একটি ডে কেয়ার সেন্টারে ছুরি, পিস্তল ও শটগান নিয়ে হামলা চালায় মাদকাসক্তির কারণে বরখাস্ত হওয়া এক সাবেক পুলিশ কর্মকর্তা। তার হামলায় ২৪ শিশুসহ মোট ৩৬ জন নিহত হয়। পরে সে নিজেও আত্মহত্যা করে। থাইল্যান্ড সরকারের মুখপাত্র আনুচা বুরাপাচাইশ্রি এক বিবৃতিতে বলেছেন, প্রায়ুথ কর্তৃপক্ষগুলোকে স¤প্রদায় ও কর্মকর্তাদের মধ্যে অবৈধ মাদকের ব্যবহার সক্রিয়ভাবে পরীক্ষা ও তল্লাশি করে দেখার নির্দেশনা দিয়েছেন। লাইন্সেস করার বন্দুকের যেসব মালিক ‘সমাজকে হুমকি’ দেওয়ার মতো আচরণ করে এবং ‘বিশৃঙ্খলা ও অস্থিরতা তৈরি করে’ তাদের অস্ত্র রাখার অনুমতি বাতিল করার জন্য সরকারি রেজিস্ট্রারদের নির্দেশ দিয়েছেন থাই প্রধানমন্ত্রী, জানিয়েছেন আনুচা। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ