বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেল সেতুর মেশিনারিজের ষষ্ঠ চালান নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ এম ভি হোসী ক্রাউন। আজ মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর ৩ টার দিকে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে জাহাজটি ভিড়ে। এর আগে সোমবার রেলসেতুর ৫ম চালানের মালামাল নিয়ে এম ভি থর ফ্রেন্ড নামে আরেকটি জাহাজ বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়েছিল।
স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপ কোম্পানির প্রতিনিধি মো. রফিকুল ইসলাম জানান, ভিয়েতনামের হাইফং বন্দর থেকে বঙ্গবন্ধু রেল সেতুর মেশিনারিজ পণ্য নিয়ে এম ভি হোসী ক্রাউন মঙ্গলবার দুপুর ৩ টার দিকে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে। এরপর কাস্টমস ও ইমিগ্রেশনসহ অন্যান্য কার্যক্রম শেষে বিকেল ৪টার দিকে জাহাজ থেকে পণ্য খালাসের কাজ শুরু হয়। জাহাজটিতে ৮৫ প্যাকেজে ২৫০ মেট্টিক টন ওজনের বিভিন্ন ধরনের মেশিনারি মালামাল এসেছে। এসব মালামাল খালাস করে বার্জে নদীপথে পাঠানো হচ্ছে সিরাজগঞ্জের যমুনা নদীতে নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলসেতু স্থলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।