Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপহরণের একমাস পরও উদ্ধার হয়নি কলেজছাত্রী

প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগঞ্জ মডেল কলেজের একাদশ ১ম বর্ষের ছাত্রী ফারহানা রহমান (সায়েমা)-কে অপহরণের ৩০ দিন পরেও উদ্ধার করতে পারেনি রামগঞ্জ থানা পুলিশ। গত ১৭ জানুয়ারী সকাল ১০টায় বাসা থেকে কলেজে যাওয়ার পথে সে অপহৃত হয়। ১৯ জানুয়ারী অপহৃত মা নাজমুন নাহার বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ আটজনের মানে রামগঞ্জ থানায় অপহরণ মামলা করে। অপহরণের ৩০ দিন পরেও উদ্ধার কিংবা কোন আসামী গ্রেফতার করতে পারেনি রামগঞ্জ থানা পুলিশ। জানা যায়, মধ্যআঙ্গার পাড়া গ্রামের প্রবাসী লেদুমিয়ার মেয়ে রামগঞ্জ মডেল কলেজের একাদশ ১ম বর্ষের ছাত্রী ফারহানা রহমান (সায়েমা)-কে কলেজে আসা-যাওয়ার পথে শিরন্দি গ্রামের রিয়াদ হোসেন প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। সায়েমা তার মাকে বিষয়টি অবহিত করলে নাজমুন নাহার গণ্যমান্যদের জানালে তারা এ বিষয়ে আইনের আশ্রয় নিতে নিষেধ করে এবং স্থানীয়ভাবে মীমাংসার আশ্বাস দিয়ে সময় ক্ষেপণ করতে থাকে। গত ১৭ জানুয়ারী সকালে বাসা থেকে কলেজে যাওয়ার পথে রিয়াদ হোসেনও তার সঙ্গীয় লোকজন সায়েমাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। মেয়েকে ফেরত পাওয়ার আশায় দ্বারে দ্বারে ধরর্না দিয়ে মেয়েকে না পেয়ে ঘটনার দুইদিন পর থানায় মামলা করলেও অধ্যাবদি মেয়েকে ফেরত পায়ানি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অপহরণের একমাস পরও উদ্ধার হয়নি কলেজছাত্রী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ