মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজির পদত্যাগের পর রাজনৈতিক সংকট নিরসনের লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য আলোচনা শুরু করেছেন দেশটির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা। প্রেসিডেন্ট মাত্তারেলা বৃহস্পতিবার বিকাল ৬টায় থেকে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু করেছেন। গত শনিবার বিকালে শেষ হওয়ার কথা ওই আলোচনা বা পরামর্শ। তত্ত্বাবধায়ক সরকার গঠন না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন রেনজি। গত রোববার সংবিধান সংশোধনের প্রশ্নে এক গণভোটে হেরে যাওয়ার পর বুধবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন রেনজি। ফলে ইতালি মারাত্মক এক রাজনৈতিক সংকটের মুখে পড়ে। এ অবস্থায় সরকার চালানোর জন্য সেখানে গঠিত হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। আগাম নির্বাচন হওয়াকে প্রতিহত করতে সব দলের অংশগ্রহণে একটি শক্তিশালী তত্ত্বাবধায়ক সরকার গঠনের চেষ্টা করছেন মাত্তারেলা ইতালিতে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।