Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝড়ের নামকরণ যেভাবে এলো

| প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কখনও আয়লা আবার কখনও ভারদা। প্রতিটি ঘূর্ণিঝড়ের সঙ্গেই জড়িয়ে থাকে কোনও না কোনও বিচিত্র নাম। কীভাবে নামকরণ করা হয় এই ঘূর্ণিঝড়গুলির। ঘূর্ণিঝড়ের নামকরণের রেওয়াজ শুরু হয়েছিল ২০০ বছর আগে থেকে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বিখ্যাত ক্যাথলিক সন্তানদের নামে ঝড়ের নামকরণ করা শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মহিলাদের নামে ঘূর্ণিঝড়ের নামকরণ করা শুরু হয়। ১৯৫৩ সাল থেকে ঘূর্ণিঝড়ের নামকরণের ক্ষেত্রে ‘এ’ থেকে ‘ডব্লিউ’ পর্যন্ত অক্ষর ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়। বাদ দেয়া হয় ‘কিউ’, ‘ইউ’, ‘এক্স’ এবং ‘জেড’-কে অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে বছরের প্রথম ঝড়ের নাম ‘এ’ দিয়ে, দ্বিতীয় ঝড়ের নাম ‘বি’ দিয়ে, তৃতীয়টা ‘সি’ দিয়ে এইভাবে নামকরণ করা হয়। ১৯৭৮ সালে নারীবাদীদের আপত্তিতে ঝড়ের নামে শুধু মহিলাদের নাম ব্যবহার করার রেওয়াজ উঠে যায়। তখন পুরুষদের নামও ব্যবহার করা শুরু হয়। ভারত মহাসাগরের অঞ্চলে যে দেশগুলো রয়েছে, তারা ঘূর্ণিঝড়ের নাম করণের জন্য পৃথক পদ্ধতি ব্যবহার করে। ভারত, বাংলাদেশ, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড কয়েকটি নামের ‘সেট’ বেছে রেখেছে। যেমন অগ্নি, আকাশ, বিজলি, জল এই নামগুলো ভারত বাদে অন্য কোনও দেশ চাইলেও ব্যবহার করতে পারবে না। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ