Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিউজিল্যান্ডকে ১৩১ রানের টার্গেট দিল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২২, ৯:৩৭ এএম | আপডেট : ৯:৫১ এএম, ১১ অক্টোবর, ২০২২

নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে সুবিধা করতে পারেনি পাকিস্তান। ক্রাইস্টচার্চে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩০ রান সংগ্রহ করে পাকিস্তান। ফলে এই ম্যাচ জিততে নিউজিল্যান্ডের দরকার ১৩১ রান।

 

আজ ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি পাকিস্তানের ব্যাটসম্যানরা। অন্যতম সেরা দুই ব্যাটসম্যান ওপেনার রিজওয়ান ১৬ ও বাবর আজম ২১ রান করে শুরুতেই বিদায় নেয়।

এছাড়া ইফতেখার আহমেদ ২৭ ও আসিফ আলী ২৫ রান করেন। ব্যাট হাতে পাকিস্তানের  পক্ষে আর কেউ রান পাননি।

এর আগে ত্রিদেশীয় ও সিরিজে নিজেদের প্রথম দুই ম্যাচে বাংলাদেশ ও নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারায় পাকিস্তান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ