Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

বৃষ্টিতে শঙ্কায় বাংলাদেশের সেমিফাইনাল খেলা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২২, ৯:১৯ এএম

নারী এশিয়া কাপের শুরু থেকেই বৃষ্টির সঙ্গে হিসাব কষতে হচ্ছে। 

মঙ্গলবার (১১ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচ খেলার কথা টাইগ্রেসদের। সেমিফাইনালে খেলতে হলে বিকল্প নেই এই ম্যাচ জেতার।

 

 সোমবার রাত থেকে সিলেটে মুষলধারে পড়ছে বৃষ্টি। থামেনি সকাল বেলায়ও। বাংলাদেশ-আমিরাত ম্যাচ শুরু হওয়ার কথা ছিল সকাল ৯টায়, টস সাড়ে ৮টায়। কিছুই হয়নি। কখন হবে, এ নিয়েও নিশ্চয়তা মিলছে না। কারণ এই প্রতিবেদন লেখার সময়ও সিলেটে বৃষ্টি হচ্ছে।

 

নারী এশিয়া কাপে এখন অবধি পাঁচ ম্যাচ খেলেছে বাংলাদেশ, পেয়েছে চার পয়েন্ট। অন্যদিকে ছয় ম্যাচের সবগুলো খেলে থাইল্যান্ডের পয়েন্ট ৬। আমিরাতের বিপক্ষে টাইগ্রেসরা জিতলে নেট রান রেটের হিসাব আসবে না। আর হেরে গেলে বা ড্র করলে সেমিতে খেলবে থাইরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ