Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে দুর্নীতির মামলায় সাবেক বিমান বাহিনী প্রধান গ্রেফতার

| প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের সাবেক বিমান বাহিনী প্রধান শশীন্দ্র পাল ত্যাগিকে (এসপি ত্যাগি) গ্রেফতার করা হয়েছে। ভিভিআইপি হেলিকপ্টার ক্রয় দুর্নীতি মামলায় ৯ ডিসেম্বর দিল্লি থেকে তাকে গ্রেফতার করে দেশটির কেন্দ্রীয় তদন্ত অধিদফতর (সিবিআই)। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ২০১০ সালের ফেব্রুয়ারিতে ১২টি হেলিকপ্টার কিনতে ইতালীয় কোম্পানি অগুস্তাওয়েস্টল্যান্ডের সঙ্গে চুক্তি করে ভারত সরকার। ভারতের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের জন্য এসব বিমান ক্রয়ের চুক্তি করা হয়। কিন্তু অগুস্তাওয়েস্টল্যান্ডের জন্য ৩ হাজার ৭০০ কোটি রুপির ওই প্রকল্পের কাজ বাগিয়ে নিতে সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের ঘুষ দেয়ায় জড়িত থাকার অভিযোগ রয়েছে ত্যাগির বিরুদ্ধে। এ অভিযোগে ত্যাগিসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সে মামলাতেই গত শুক্রবার তাকেসহ তিনজনকে গ্রেফতার করে সিবিআই। আলোচিত এই দুর্নীতির ঘটনায় ২০১৩ সালে কয়েক দফায় ত্যাগিকে জিজ্ঞাসাবাদ করা হয়। চলতি বছরের গোড়ার দিকেও একাধিকবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি। এনডিটিভি, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ