Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর আফগানিস্তান সফরে

| প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার গত শুক্রবার আকস্মিকভাবে আফগানিস্তান সফর করছেন। এ সফরে তিনি আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি এবং দেশটিতে নিযুক্ত মার্কিন সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের মুখপাত্র পিটার কুক টুইটারে দেয়া এক পোস্টে বলেন, আফগানিস্তান সফরে যাওয়া প্রতিরক্ষামন্ত্রীর আফগান নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা দেয়া প্রচেষ্টার হালনাগাদ তথ্য পেতে মার্কিন সেনা এবং সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপ্রত্যাশিতভাবে আফগানিস্তানসহ তার প্রত্যাশিত বৈদেশিক নীতির আভাস দেয়ার পর তিনি এ সফরে গেলেন। কার্টার আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি বাগরাম বিমান ঘাঁটিতে অবতরণ করেন। উল্লেখ্য, ১৫ বছর ধরে যুদ্ধ চলার পর আফগানিস্তানে এখনো প্রায় ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ