Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্যাটেলাইটের রিমোট সেন্সিং সেন্টার চালু করল ইরান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২২, ১০:৩৮ পিএম

স্যাটেলাইটের জন্য প্রধম রিমোট সেন্সিং সেন্টার চালু করেছে ইরান। সেন্টারটি উদ্বোধনের পর খৈয়াম সহ দেশীয়ভাবে তৈরি স্যাটেলাইট থেকে পাঠানো ছবি এবং ডেটা ব্যবহার শুরু করেছে দেশটি।

শনিবার সকালে ইরানের মহাকাশ সংস্থার (আইএসএ) প্রধান হাসান সালারিহ এবং আইসিটি মন্ত্রী ইসা জারেপুরের উপস্থিতিতে স্যাটেলাইটের জন্য প্রথম রিমোট সেন্সিং সেন্টারটি চালু করা হয়।

খৈয়াম রিমোট সেন্সিং স্যাটলাইট সেন্টার শিরোনামের ভবনটি স্যাটেলাইট নিয়ন্ত্রণ থেকে শুরু করে খৈয়াম স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবিগুলির প্রক্রিয়াকরণ পর্যন্ত মিশন পরিচালনা করতে সক্ষম।

ভবনটি খৈয়াম স্যাটেলাইটের সাথে যোগাযোগের প্রধান কেন্দ্র হয়ে ওঠে, যা ২৪ ঘন্টার মধ্যে দুবার সংযুক্ত থাকে, একটি সকালে এবং অন্যটি রাতে।

সূত্র: মেহর নিউজ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ