Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়ায় ইরানের রপ্তানি ৭০ শতাংশ বেড়েছে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২২, ১০:৩৩ পিএম

চলতি বছরের প্রথম ছয় মাসে রাশিয়ায় ইরানের রপ্তানি সক্ষমতা ৭০ শতাংশ বেড়েছে।

ইরানের সংসদের অর্থনৈতিক কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ-রেজা পোর-ইব্রাহিমি রোববার বলেছেন, রাশিয়ায় ইরানের রপ্তানি বাড়ায় দেখা যাচ্ছে অর্থনৈতিক ও বাণিজ্য ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধিতে একটি বিশাল পদক্ষেপ নেওয়া হয়েছে।

শুক্রবার রাশিয়ার রাজধানী মস্কোতে অনুষ্ঠিত দ্বিতীয় ক্যাস্পিয়ান ইকোনমিক ফোরামের (সিইএফ) ফাঁকে তিনি এই তথ্য জানান।

ইরান ও রাশিয়ার মধ্যে ব্যাংকিং-বাণিজ্য সম্পর্কের নতুন অধ্যায়ের দিকে ইঙ্গিত করে তিনি উল্লেখ করেন, কয়েক মাস আগে গৃহীত কঠোর পদক্ষেপে ইরান ও রাশিয়ার মধ্যে সহযোগিতার নতুন সক্ষমতা তৈরি হয়েছে এবং রাশিয়া ও ইউরোপীয় দেশগুলির মধ্যে অর্থনৈতিক সম্পর্কের পরিবর্তন এসেছে।

সূত্র: মেহর নিউজ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ