নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম সেরা ফেবারিট অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। বিশ্বকাপের আগে দারুণ ক্রিকেট খেলছে দুই ক্রিকেট পরাশিক্তি। পার্থে রোববার ২০৯ রানের কঠিন লক্ষ্য তাড়া করে শেষ ওভার পর্যন্ত ম্যাচ জমিয়ে রেখেছিল অস্ট্রেলিয়া। যদিও শেষ রক্ষা হয়নি তাদের।
রুদ্ধশ্বাস এক লড়াইয়ে অস্ট্রেলিয়াকে ৮ রানে হারিয়েছে ইংল্যান্ড। এতে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা।
টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ইংলিশ অধিনায়ক জস বাটলার আর অ্যালেক্স হেলসের ১১.২ ওভার স্থায়ী ওপেনিং জুটিতেই আসে ১৩২ রান! ৩২ বলে ৮ চার এবং ৪ ছক্কায় ৬৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন বাটলার। অন্যপ্রান্তে সেঞ্চুরির কাছে চলে গিয়েছিরেন হেলস।
ঝাই রিচার্ডসনের শিকার হওয়ার আগে খেলেছেন ৫১ বলে ১২ চার ৩ ছক্কায় ৮৪ রানের ইনিংস। এছাড়া আর কেউ উল্লেখযোগ্য রান পাননি। মঈন আলীর ১০, হ্যারি ব্রুকের ১২ আর ক্রিস ওকসের ১৩ রানে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ২০৮ রান। অজি ডানহাতি পেসার নাথান এলিস নিয়েছেন ২০ রানে ৩ উইকেট।
জয়ের লক্ষ্যে অস্ট্রেলিয়ার শুরুটা ছিল নড়বড়ে। দলীয় ১৫ রানে ফিরেন ক্যামেরন গ্রিন (১)। এরপর ৭১ রানের জুটি গড়েন ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শ। ২৬ বলে ৩৬ রান করা মার্শকে বোল্ড করেন আদিল রশিদ সেই জুটি ভাঙেন। তবে ঠিকই ফিফটি তুলে নেন ওয়ার্নার। মার্ক উডের বলে আউট হওয়ার আগে খেলেন ৪৪ বলে ৮ চার ২ ছক্কায় ৭৩ রানের মারকুটে ইনিংস।
ওয়েডের ১৫ বলে ২১, স্টয়নিসের ১৫ বলে ৩৫, ফিঞ্চের ৭ বলে ১২ রানে জয়ের কাছাকাছি চলে গিয়েছিল অস্ট্রেলিয়া। তবে লোয়ার মিডল অর্ডার সেভাবে সাড়া দিতে না পারায় ৯ উইকেটে ২০০ রানে থামে অজিদের ইনিংস। ৩৪ রানে ৩ উইকেট নেন মার্ক উড। ২টি করে নিয়েছেন টপলি আর স্যাম কুরান। ধ্বংসাত্মক ইনিংস খেলে ম্যাচসেরা অ্যালেক্স হেলস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।