Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাকিবের ফেরার ম্যাচে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের লজ্জার হার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২২, ৩:৪৬ পিএম | আপডেট : ৩:৪৯ পিএম, ৯ অক্টোবর, ২০২২

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ক্যাপ্টেন সাকিব আল হাসান ফেরার ম্যাচে বাংলাদেশের লজ্জার হার। পাকিস্তানের পর এবার স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছে টাইগাররা। রোববার প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রানের সংগ্রহ পেয়েছিল সাকিববাহিনী। জবাবে ২ উইকেট হারিয়ে ১৭.৫ ওভারে ১৪২ রান তোলে কিউইরা।

বাংলাদেশের ছুড়ে দেওয়া ১৩৮ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি স্বাগতিক নিউজিল্যান্ডের। দলীয় ২৪ রানেই প্রথম উইকেট হারায় তারা। টাইগার পেসার শরিফুল ইসলামের বলে নাজমুল হাসান শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন কিউই ওপেনার ফিন অ্যালেন (১৬)। তবে এরপর ৮৫ রানের দারুণ জুটি গড়ে লক্ষ্যটাকে হাতের মুঠোয় নিয়ে আসেন ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসন।

পেসার হাসান মাহমুদ ও শরিফুলের নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্রুতগতিতে রান তুলতে পারছিলেন না কিউই ব্যাটাররা। তবে উইকেট ধরে রাখার সুফল পেয়েছে তারা। অধিনায়ক উইলিয়ামসন ২৯ বলে ৩০ রান করে হাসান মাহমুদের বলে তাসকিনের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে কনওয়েকে দারুণ সঙ্গ দেন। কিউইদের সংগ্রহও ততক্ষণে ১০৯ রান।

উইলিয়ামসনের বিদায়ের পর হাল ধরেন কনওয়ে ও গ্লেন ফিলিপস। ধীরে ধীরে হাত খুলতে শুরু করেন কনওয়ে। তবে কখনোই অতি আগ্রাসী ব্যাটিংয়ের দিকে যাননি তিনি। রান তোলার গতি ঠিক রেখে ফিফটিও তুলে নেন তিনি। শেষ পর্যন্ত দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন কনওয়ে; ৫১ বলের মোকাবিলায় অপরাজিত থাকেন ৭০ রানে। ফিলিপসের ব্যাট থেকে আসে ৯ বলে ২৩* রান।

এর আগে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেও ব্যাটিংয়ে সাফল্য পায়নি সাকিবরা। একাদশে অধিনায়ক হিসেবে ফিরেছেন সাকিব আল হাসান। বাদ পড়েন ইনিংস উদ্বোধনে নামা সাব্বির রহমান। তার জায়গায় দলে এসেছেন নাজমুল হোসেন শান্ত আর মোস্তাফিজুর রহমানের জায়গায় সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম।


মিরাজের সাথে ওপেনিংয়ে জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত। কিন্তু ব্যর্থ হলো এই জুটিও। দ্বিতীয় ওভারের চতুর্থ বলেই টিম সাউদির বলে অ্যাডাম মিলনের হাতে সহজ ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরত গেছেন মেহেদী হাসান মিরাজ। এরপর ব্যর্থ হন লিটন দাসও। ১৬ বলে ১৫ রান করে এই ডানহাতি।

সুযোগ পেয়েও ঠিকভাবে কাজে লাগাতে পারেননি নাজমুল হোসেন শান্ত। ইশ সোধির বলে আউট হওয়ার আগে এই ব্যাটার ৪ চারে ২৯ বলে করেন ৩৩ রান। এরপর ভালো শুরুর ইঙ্গিত দিয়েও ইনিংস দীর্ঘ করতে পারেননি আফিফ। ২৬ বলে ২৪ রান করে সাজঘরে ফেরত যান তিনি।

এরপর মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি রাব্বিরাও আউট হন অল্পতে। সাতে নেমে অধিনায়ক সাকিব করেন ১৬ বলে ১৬ রান। শেষদিকে ২ ছক্কা ও ১ চারে ১২ বলে ২৫ রান করেন সোহান। আর তাতে ভর করে মোটামুটি সংগ্রহ পায় বাংলাদেশ। বল হাতে কিউইদের পক্ষে দুই উইকেট করে নেন ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, মিচেল ব্র্যাচওয়েল ও ইশ সোধি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ