Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রেসিডেন্ট দ্রৌপদি মুর্মু

মিলাদুন্নবী (স.) উপলক্ষে বিবৃতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদি মুর্মু মহানবী মুহাম্মদ (স.)-এর জন্মদিন তথা মিলাদুন্নবী উপলক্ষে নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল শনিবার জারি করা এক সরকারি বিবৃতিতে একথা বলা হয়েছে।
বিবৃতিতে তিনি বলেন : ‘ঈদে মিলাদ বা মিলাদুন্নবী যা নবীর জন্মদিন উপলক্ষে পালন করা হয়, আমি সকল নাগরিককে, বিশেষ করে আমাদের মুসলিম ভাই ও বোনদেরকে আমার শুভেচ্ছা জানাই।
প্রেসিডেন্ট বলেন, নবী মুহাম্মদ (সা.) বিশ্ববাসীকে দয়া, সরলতা ও মানবতার সেবার বার্তা দিয়েছেন।
মুর্মুকে উদ্ধৃত করে রাষ্ট্রপতি ভবন থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘তার বাণী আমাদের প্রত্যেককে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। আমরা হজরত মুহাম্মদের জীবন থেকে অনুপ্রেরণা নিতে চাই এবং পারস্পরিক সম্প্রীতিতে বসবাস করে আমাদের দেশের অগ্রগতির জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করতে চাই’। সূত্র : পিটিআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ