Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পার্টিতে পাশ কাটিয়ে গেলেন!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

বলিউড তারকাদের মেলা বসেছিল সম্প্রতি। সেই মেলার একটি দৃশ্য নিয়ে চলছে নেটিজেনদের গবেষণা। দৃশটি বলিউড কিং শাহরুখ খানের ছেলে আরিয়ান খান এবং চাঙ্কি পান্ডের কন্যা অনন্যাকে নিয়ে। অনেকেই বলছেন আরিয়ানের কাছে সরাসরি বোল্ড আউট হলেন অনন্যা।
তারকাদের মেলা বসেছিল সদ্য মুক্তি পাওয়া মাধুরী দীক্ষিত অভিনীত সিরিজ ‘মজা মা’ উপলক্ষে। আমাজন প্রাইম ভিডিওর পক্ষে একটি বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছিল। অনেক স্টারকিডও হাজির ছিলেন ওই স্পেশাল স্ক্রিনিংয়ে। আরিয়ান খান এবং কন্যা সুহানা খানও দর্শক আসনে ছিলেন। এদিকে চাঙ্কি পান্ডের কন্যা অনন্যাও উপস্থিত ছিলেন ওই শোতে।

স্টারকিডদের একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। তবে নেটিজেনদের নজর কেড়েছে একটি নির্দিষ্ট ভিডিও। যেখানে দেখা যাচ্ছে অনন্যা পান্ডেকে দেখেও কার্যত মুখ ঘুরিয়ে নিলেন আরিয়ান খান। ওই ভিডিও বারবার দেখে চলেছেন নেটিজেনদের একাংশ। সত্যিই আরিয়ান ওই কাজ করলেন কিনা সেটা জানার জন্যই এই কাজ করছেন তারা। চলছে চুলচেরা বিশ্লেষণ।

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, অনন্যা গেটের সামনে। আরিয়ান গেট দিয়ে ঢুকলেন। তবে তার দিকে না তাকিয়ে সোজা এগিয়ে গেলেন। তিনি ইচ্ছে করেই ওই কাজ করেছেন কিনা তা বলা সম্ভব নয়। তবে নেটপাড়ার দাবি, অনন্যা আরিয়ানের প্রতি নিজের ব্যথার কথা ব্যক্ত করার পর নাকি তার সঙ্গে ভালো করে কথাই বলছেন না আরিয়ান খান। সেই কারণেই আরিয়ান তাঁকে এড়িয়ে চলছেন।
আসলে কিছুদিন আগেই কফি উইথ করণের মঞ্চে প্রিয় বন্ধু সুহানার দাদা আরিয়ান খানের প্রতি নিজের ভালোবাসার কথা জাহির করেছিলেন অনন্যা পান্ডে। সেই কারণেই নাকি আরিয়ান তার সম্পর্কে বিশেষ কথাবার্তা বলছেন না। অন্তত এমনটাই দাবি নেটপাড়ার।

অনন্যা করণকে জানিয়েছিলেন, ছেলেবেলা থেকেই আরিয়ানের প্রতি তার ক্রাশ রয়েছে। অনন্যাকে তার ছেলেবেলার ক্রাশ সম্পর্কেও প্রশ্ন করেন করণ জোহর, ‘কখনও বেস্ট ফ্রেন্ড সুহানার দাদাকে ভালো লেগেছে?’ অনন্যার উত্তর, ‘আমার ছোট থেকেই আরিয়ানকে খুব ভালো লাগে। ও বরাবরই খুব কিউট।’ সূত্র : টাইমস অব ইন্ডিয়া, পিঙ্কভিলা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ