মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
লন্ডনের একটি রেস্তোরাঁ কর্তৃপক্ষ চাকরির এক অদ্ভূত বিজ্ঞাপন দিয়েছে। বিজ্ঞাপনের প্রধান শর্তই হচ্ছে আপনি কি নিয়মিত নিজের হাতের যত্ন নেন? আপনি কি ‘সুন্দর’ হাতের অধিকারী? আর গ্রাহককে নিজ হাতে আঙুর খাইয়ে দিতে হবে।
একাধিক রেস্তোরাঁ চেনের মালিক ধনকুবের রিচার্ড ক্যারিংয়ের ব্রেন চাইল্ড ‘বাক্কানেলিয়া’ নামের রেস্তোরাঁ সম্প্রতি কর্মী নিয়োগের নয়া বিজ্ঞাপন প্রকাশ করেছে। লন্ডন শহরে নতুন দু’টি রেস্তোরাঁ খুলতে চলেছে তারা। তার জন্য কর্মী নিয়োগেই অভিনব বিজ্ঞাপন।
গত ২ অক্টোবর ইংল্যান্ডের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত সেই বিজ্ঞাপনে লেখা হয়েছে, রেস্তোরাঁয় কাজের জন্য তারা আবেদন করতে পারবেন, যাদের হাতের গড়ন ভাল। যদিও কেবল ‘সুন্দর’ হাত থাকলেই হবে না, এইসঙ্গে কর্মীকে জানতে হবে গ্রিক ও লাতিন ভাষা।
রেস্তোরাঁটি মূলত গ্রিক ও লাতিন খাবারই পরিবেশন করবে। রেস্তোরাঁর পক্ষ থেকে বলা হয়েছে, চাকরি পাওয়ার পর কর্মচারীকে নিয়মিত ম্যানিকিয়োরও করাতে হবে। কারণ নিজের হাতে গ্রাহককে আঙুর খাওয়াতে হবে রেস্তোরাঁ কর্মীকে।
বিজ্ঞাপন দেখে অনেকে চমকে গেলেও ইতোমধ্যে অনেক চাকরিপ্রার্থী আবেদন করেছেন। রেস্তোরাঁ কর্তৃপক্ষের বক্তব্য, এই পদ্ধতিকে বলা হয় ‘ফাইন ডাইনিং’। যেখানে রেস্তোরাঁ গ্রাহকের মুখে তেমন তেমন খাবার তুলে দেয় ওয়েটার বা খাবার পরিবেশকরা।
বেসরকারি সংস্থার কর্মী নিয়োগের আজব বিজ্ঞাপন নতুন নয়। নিউজিল্যান্ডের এক পানশালার বিজ্ঞাপন নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় ওঠে। কেন? আসলে মহিলা কর্মীর শারীরিক সৌন্দর্যকে গুরুত্ব দিয়েছিল পানশালাটি। সূত্র : মিরর ইউকে, মেট্রো ইউকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।