Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বকাপে ঝড় তুলতে ১১০ শতাংশ ফিট আফ্রিদি!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২২, ৪:৪৪ পিএম


অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চোটের থেকে সুস্থ হয়ে উঠেছেন পাকিস্তানের প্রধান স্ট্রাইক বোলার শাহিন শাহ আফ্রিদি। সুস্থ হয়ে নিজেকে ১১০ শতাংশ ফিট দাবি করছেন এই ভয়ঙ্কর পেসার। এমনটাই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজা।


রমিজ রাজা বলেন, আফ্রিদির সাথে কথা হয়েছে আমার। নিজেকে ১১০ শতাংশ ফিট দাবি করছেন। তবে তাকে আরও পর্যবেক্ষণে রাখা হবে এবং চিকিৎসকরা সিদ্বান্ত দিবে।

গত জুলাইয়ে শ্রীলংকার মাটিতে টেস্ট সিরিজে হাঁটুর চোটে পড়েন আফ্রিদি। এরপর থেকেই তিনি দলের বাইরে। চোটের কারনে সর্বশেষ এশিয়া কাপ,ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও নিউজিল্যান্ডের মাটিতে চলমান ত্রিদেশীয় সিরিজেও খেলতে পারছেন না আফ্রিদি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলাই প্রধান লক্ষ্য আফ্রিদির। তাই পুরোপুরি সুস্থ হতে লন্ডনে নিজের পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন তিনি। ইতোমধ্যে নেটে বোলিংও শুরু করেছেন আফ্রিদি। তাই বিশ^কাপের মঞ্চ মাতাতে প্রস্তুত বলে জানিয়েছেন আফ্রিদি।

এ ব্যাপারে রমিজ বলেন,‘আফ্রিদির সাথে গত পরশু কথা হয়েছে আমার। শাহিন নিজেই জানিয়েছে, সে ১১০ শতাংশ ফিট। এটাও বলেছে, প্রস্তুতি ম্যাচ খেলতে অস্ট্রেলিয়ায় যাবে সে। বিশ^কাপে ভারত ম্যাচের জন্যেও তৈরি সে।’

আফ্রিদির শারীরিক অবস্থা নিয়ে রমিজ বলেন,‘আফ্রিদি বলেছে, তার শারীরিক অবস্থা এখন অনেকটাই ভাল। দ্রুত সুস্থ হচ্ছে। লন্ডনের চিকিৎসকরা ভিডিও পাঠিয়েছে। তারা বলছে, আফ্রিদি ৯০ শতাংশ ফিট। তারা মনে করছে, বিশ^কাপের জন্য প্রস্তুত হয়ে যাবেন।’

আফ্রিদির খেলা নিয়ে দ্রুত কোন সিদ্বান্ত নিতে চান না রমিজ। তিনি বলেন, ‘আমরা তাকে নিয়ে কোন প্রকার ঝুঁকি নিতে চাই না। যেহেতু এই ধরনের ইনজুরি খুবই স্পর্শকাতর, তাই আমরা চাই আফ্রিদি ১১০ শতাংশ ফিট হয়ে মাঠে নামুক।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ