Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছেঁড়া টিকিটেই খুলেছে ভাগ্য!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

ইংল্যান্ডের মহিলা ক্যারল জীবিত অবস্থায় লটারির টিকিট কিনে কখনোই কিছুই পাননি। কিন্তু তার মেয়ে কেলি ফার্থের লটারির নেশা নেই। তবে মা বেঁচে থাকতে তিনি প্রতি সপ্তাহে মায়ের জন্য লটারির টিকিট কিনতেন। সেই মায়ের ফ্ল্যাট পরিষ্কার করতে গিয়েই লক্ষাধিক টাকার লটারি জিতলেন কেলি।
গত বছরের মে মাসে মাকে হারিয়েছেন ওয়েস্ট হ্যালিফ্যাক্স এলাকার বাসিন্দা কেলি। সম্প্রতি মায়ের ফ্ল্যাটে গিয়ে ময়লা পরিস্কার করতে গিয়ে পান একটি কার্ড। ওই কার্ডে পাঁচটি নম্বর লিখে রেখেছিলেন কেলির মা ক্যারল। যা দেখে পুরনো কথা মনে পড়ে গিয়েছিল কেলির।
মেয়ে কেলিকে সঙ্গে নিয়ে বাড়ির কাছের দোকানে যেতেন মা ক্যারল (৬৫)। সেই দোকান থেকে মায়ের জন্য মেয়ে কিনতেন লোটো হটপিকস লটারির টিকিট। ব্রিটিশ সংবাদমাধ্যমে কেলি জানিয়েছেন, ওই কার্ডে লেখা ছিল ৭, ১৭ এবং ৩৭ এই নম্বরগুলো। প্রতিবার লটারির মেশিনে এই নম্বর নিয়ে খেলতেন তার মা।
মায়ের স্মৃতিতেই ওই নম্বর দিয়ে লটারিতে ভাগ্য পরীক্ষা করা স্থির করেন কেলি। ওয়েস্ট হ্যালিফ্যাক্সের যে দোকান থেকে মায়ের জন্য লটারি কিনতেন, সেখানেই বুধ এবং শনিবারের লাকি ড্রয়ে ওই নম্বর দিয়ে লটারি খেলবেন বলে ভেবে নেন।
বুধবারের লাকি ড্রয়ে লটারি জিততে না পেরে সেই টিকিটটি ছিঁড়ে ফেলেছিলেন কেলি। টুকরো টুকরো করা সেই টিকিটটি ফেলে দিয়েছিলেন তাদের ফ্ল্যাটের বাইরের ডাস্টবিনে। তবে শনিবার টেলিভিশনে লাকি ড্রয়ের ফলাফল দেখে চমকে যান। মায়ের লেখা ওই নম্বরেই তিনি জিতেছেন ১ হাজার ৬০০ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৮৪ হাজার ৭৮৪ টাকা)।
লাকি ড্রয়ে লটারি জেতার খবর শুনে কেলি ফ্ল্যাটের বাইরে ডাস্টবিন থেকে ওই ছেঁড়া টিকিটটি খুঁজে বার করেছিলেন। তারপর সেটি জোড়া লাগিয়ে যান লটারির দোকানে। কেলি আরও বলেন, ‘আমার সবচেয়ে প্রিয় বন্ধু ছিলেন মা। প্রতিদিন মায়ের অভাব বোধ করি। এখনও বিশ্বাস করতে পারছি না যে ওই নম্বরগুলো আমাদের ভাগ্য ফিরিয়ে দিয়েছে।’ সূত্র : ডেইলি মেইল, মেট্রো ইউকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ