Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘কঠোর পরিশ্রম করে বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিই’-রিজওয়ান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২২, ৯:৫৬ পিএম

বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান পাবিস্তানের মোহাম্মদ রিজওয়ান। গত কয়েক বছরে তার ব্যাট যেন তরবারি হয়ে উঠেছে। মাঠে নামলেই তার ব্যাট থেকে আসছে রানের পর রান। সবশেষ ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আজ বাংলাদেশের বিপক্ষে খেলেছেন ৫০ বলে অপরাজিত ৭৮ রানের ইনিংস।

ম্যাচশেষে সংবাদ সম্মলনে জয়ী দলের সদস্য হিসেবে এসেছিলেন এই উইকেটকিপার ব্যাটার। জানালেন কঠোর পরিশ্রম করে বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেন তিনি। শুক্রবার হেগলি ওভালে টস হেরে আগে ব্যাট করে পাকিস্তান। দলের হয়ে এদিন সর্বোচ্চ রান করেন রিজওয়ান। জিতেছেন ম্যাচ সেরার পুরস্কারও। ম্যাচশেষে ব্যাট হাতে নিজের ধারাবাহিক পারফরম্যান্সের কারণ জানিয়েছেন এই ব্যাটার।


এ নিয়ে রিজওয়ান বলেন, ‘আমি বরাবর কঠোর পরিশ্রমে বিশ্বাস করি। বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিই। এই মাঠের (ক্রাইস্টচার্চের) কয়েকটা দিকের বাউন্ডারি বড়। তবে বল কেমন, তার ভিত্তিতে আমরা খেলছিলাম। কোনো পরিকল্পনা না থাকলে কাজটা কঠিন হয়ে যায়।’

দলীয় রান ১৬৭ হওয়ার পরেও রিজওয়ানের মতে ১০-১৫ রান কম হয়েছিল। এমন রানের লক্ষ্যে বল করতে নেমে দলের বোলাররা ভালো করেছে বলেও মন্তব্য করেছেন এই ব্যাটার।

রিজওয়ান বলেন, ‘আমার জন্য এটা গর্বের মুহূর্ত। আমরা পুরো বিষয়টা সহজভাবে নিই। এটা ব্যাটিংয়ের পক্ষে ভালো পিচ। আমাদের মনে হয়েছিল যে ভালো খেললেও ১০-১৫ রান কম করেছি। ওই পুঁজি ডিফেন্ড করার ক্ষেত্রে বোলাররা ভালো কাজ করেছে।’


আগামীকাল শনিবার বাংলাদেশ সময় দুপুর বারোটায় স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ