Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বিশ্বকাপের আগে উড়ছে অস্ট্রেলিয়া, পাত্তাই পেল না ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২২, ৯:৫১ পিএম

বিশ্বকাপ এলেই যেন ভয়ঙ্কর হয়ে উঠে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়েছে তারা। উইন্ডিজ প্রথম টি-টোয়েন্টিতে কিছুটা লড়াই করেছিল। দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেলো না নিকোলাস পুরানের ওয়েস্ট ইন্ডিজ।


আজ (শুক্রবার) ব্রিসবেনে অস্ট্রেলিয়ার কাছে ৩১ রানে হেরে সিরিজ শেষ করেছে সফরকারীরা। জয়ের লক্ষ্য ছিল ১৭৯ রানের। অসি বোলারদের তোপে শুরু থেকেই হাত খুলে খেলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার কাইল মায়ার্স আউট হন ৫ করে। জনসন চার্লস ৩০ বল খেলে করেন ২৯ রান।

ব্রেন্ডন কিং ১৮ বলে ২৩, অধিনায়ক পুরান ৩ বলে ২, জেসন হোল্ডার ১৩ বলে ১৬, রোভম্যান পাওয়েল ১৭ বলে করেন ১৮ রান। শেষদিকে আকিল হোসেন ১৯ বলে ২৫ রানের ইনিংসে যা একটু পরাজয়ের ব্যবধান কমিয়েছেন। ৮ উইকেটে ১৪৭ রানে থামে ক্যারিবীয়রা। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সবচেয়ে সফল মিচেল স্টার্ক। ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে এই পেসার একাই নেন ৪টি উইকেট।

এর আগে দুই ডেভিড-ডেভিড ওয়ার্নার আর টিম ডেভিডের ঝড়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটে ১৭৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার খেলেন ৭৫ রানের ইনিংস। টিম ডেভিডও ঝড় তুলেছেন। ২১০ স্ট্রাইকরেটে ২০ বলে ৩ চার আর ২ ছক্কায় ৪২ রানের ক্যামিও আসে তার ব্যাট থেকে। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে আলজেরি জোসেফ ২১ রানে নিয়েছেন ৩টি উইকেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ