Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

থেকে যাওয়ার আশংকায় দাবাড়ুদের ভিসা দেয়নি ইতালি দূতাবাস!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২২, ৭:৩৯ পিএম

ইতালিতে খেলতে গিয়ে সেখানে থেকে যাওয়ার আশংকায় বাংলাদেশের দাবাড়–দের ভিসা দেয়নি ঢাকাস্থ ইতালিয় দূতাবাস। ফলে ১১ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ইতালির সার্দিনিয়া শহরে অনুষ্ঠেয় বিশ্ব জুনিয়র দাবা টুর্নামেন্টে খেলা হচ্ছে না লাল-সবুজদের। এই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশের ৭ দাবাড়– ভিসার জন্য আবেদন করেছিলেন। কিন্তু জানা গেছে, দেশটিতে থেকে যাওয়ার আশংকায় বাংলাদেশিদের ভিসা দেয়নি ইতালি দূতাবাস। শুত্রবার এ তথ্য দৈনিক ইনকিলাবকে নিশ্চিত করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম।

তিনি বলেন,‘এর আগে ইউরোপের অনেক দেশেই খেলতে গেছেন আমাদের দাবাড়–রা। খেলতে গিয়ে বাংলাদেশের দাবাড়ু ইউরোপের কোন দেশে থেকে গেছেন এ উদাহরণ নেই। তারপরও এবার খেলতে গিয়ে ফিরে আসার চুক্তি করার পরও ভিসা দেয়নি ইতালিয়ান দূতাবাস। এতে খুবই কষ্ট পেয়েছেন দাবাড়–রা।’

শামীম যোগ করেন, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের সচিবদের দিয়েও কথা বলিয়েছি দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে। কিন্তু কোন কাজ হয়নি। এমনকি তারা দলনেতা মাহমুদা চৌধুরী মলিকেও ডেকেছিল সাক্ষাৎকারের জন্য। তারপরও ভিসা দিতে অপারগতা প্রকাশ করে ইতালি দূতাবাস।’

এ প্রসঙ্গে মলি বলেন, ‘দুজন ছেলে ও পাঁচ জন মেয়ে দাবাড়ুর জন্য বাংলাদেশ থেকে ভিসার আবেদন করা হয়েছিল। দূতাবাসে আমরা সব কাগজপত্র জমা দিয়েছিলাম। বিস্তারিত জানিয়ে বিশ্ব দাবা সংস্থা ফিদে থেকে চিঠিও দেওয়া হয় দূতাবাসে। সেই চিঠির কোনো গুরুত্বই দেয়নি ইতালি দূতাবাসের কর্মকর্তারা। রাষ্ট্রদূত আমার সঙ্গে ঠিকভাবে কথাও বলতে চাননি। শুধু বলেছেন, ‘বাংলাদেশিরা ইতালিতে গেলে আর ফিরে আসে না। আর তাদের বয়স কম তাই সেখানে থেকে যাওয়ার আশংকা আছে’। তাই ভিসা দেওয়া হয়নি। জীবনে প্রথমবার এমন অভিজ্ঞতা হলো।’



 

Show all comments
  • ..................................... ৭ অক্টোবর, ২০২২, ১০:০৮ পিএম says : 0
    আমি হলে ইতালি দূতাবাস বন্ধ করে দিতাম।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ