Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জয়নুল আবদিন ফারুকের ৬৭তম জন্মদিন আজ

| প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুকের ৬৭তম জন্ম দিন আজ। ১৯৪৯ সালের ১০ ডিসেম্বর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করে তিনি। শৈশব কাল কাটে জন্ম স্থান নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ইয়ারপুর গ্রামে। বেগমগঞ্জ হাইস্কুল থেকে এসএসসি এবং চৌমুহনী কলেজ থেকে এইচএসসি এবং বিএ পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম এ ডিগ্রি নেন তিনি। ১৯৭১ সালে ছাত্র অবস্থায় মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন। ছাত্র রাজনীতিতে ছাত্রলীগ দিয়ে রাজনীতি শুরু। ১৯৮৯ সালের বিএনপিতে যোগদান করে ৫ বার এমপি নির্বাচিত হন। জাতীয় সংসদে চীফ হুইপের দায়িত্ব পালন করেন। বর্তমানে দলের উপদেষ্টা পরিষদের সদস্য তিনি। আন্দোলন সংগ্রামে বহুবার জেলে যান। রাজনৈতিক হয়রানিমূলক ৪২টি মামলা দেওয়া হয়েছে। আন্দোলন সংগ্রামে সংসদ এলাকায় পুলিশের লাঠি চার্জে আহত হয়ে দুই মাস বিদেশে চিকিৎসা নিতে হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জয়নুল আবদিন ফারুকের ৬৭তম জন্মদিন আজ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ