Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একাদশে নেই সাকিব, টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২২, ৭:৫৩ এএম | আপডেট : ৮:১৩ এএম, ৭ অক্টোবর, ২০২২

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ‘বাংলা ওয়াশ’ ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচটি শুরু বাংলাদেশ সময় সকাল ৮টায়।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে নিজেদের প্রস্তুতিটাকে আরেকটু ঝালিয়ে নেওয়ার লক্ষ্যই তিন দেশের।

সে কারণে এই সিরিজটাকে তিন দলই দেখছে বেশ গুরুত্ব দিয়ে। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু এই টুর্নামেন্টের। স্বাগতিক হলেও প্রথম ম্যাচে মাঠে নামছে না নিউজিল্যান্ড।

সেই ম্যাচে টসভাগ্য সঙ্গ দিয়েছে বাংলাদেশকে। নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে টস করতে যাওয়া নুরুল হাসান জিতেছেন টসে, নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।

বাংলাদেশ একাদশ: সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, নুরুল হাসান (অধিনায়ক), ইয়াসির আলী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, হায়দার আলী, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ, শাহনওয়াজ দাহানি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ