বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনা জেলা সংবাদদাতা : পাবনা মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ নিখোঁজ দুইজন ছাত্রের এখনও কোনো সন্ধান মেলেনি। গতকাল শুক্রবার এ ব্যাপারে পাবনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা: রিয়াজুল হক রেজা জানান, কলেজের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে। ‘এ ছাড়া আমাদের আর কী করার আছে।’ এই দুইজন ছাত্র অপহৃত হয়েছেন বলে মনে করেন কিনা ? জানতে চাইলে বলেন, তার কাছে এমনটি মনে হচ্ছে না। এই দুই ছাত্র জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত থাকতে পারেন কিনা ? এ বিষয়ে বলেন, তাদের আচার-আচরণে তা মনে হয়নি। তিনি আরও বলেন, তাদের ছাত্রকালে অনেক ছাত্র লেখা পড়ার চাপের ভয়ে পালিয়ে যেতো। তার কলেজের এক ছাত্র বছরখানেক আগে হঠাৎ নিখোঁজ হয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।