Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাড়ি পাচ্ছেন সাফজয়ী মাছুরা

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২২, ১২:১৪ এএম

সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের ডিফেন্ডার মাছুরা পারভীনকে তার নিজ জন্মস্থান সাতক্ষীরার কলারোয়ায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল কলারোয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে তাকে এই সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, পৌর মেয়র মনিরুজ্জামান বুলবুল, থানার ওসি নাসির উদ্দিন মৃধা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফিরোজ আহমেদ স্বপন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি বলেন, ‘কলারোয়া উপজেলার আলাইপুরের দরিদ্র পরিবার থেকে বেড়ে ওঠা মাছুরা পারভীনের বাবার নিজস্ব জমি বা ঘর নেই। যেহেতু মাছুরা পারভীন আলাইপুর গ্রামের ভোটার, এজন্য সে যাতে তার বাবা-মাকে নিয়ে নিজের স্থায়ী ঠিকানায় বসবাস করতে পারে, সেজন্য সকলের সম্মিলিত প্রচেষ্টায় এখানে একটি বসতঘর নির্মাণ করে দেওয়া হবে।’ অনুষ্ঠানে মাছুরা পারভীনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও নগদ ৫০ হাজার টাকা উপহার দেওয়া হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ