Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পঁচা শামুকে পা কেটেছে মাদারবাড়ি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২২, ১২:১৪ এএম

শিরোপার কাছাকাছি যাওয়া মাদারবাড়ি উদয়ন সংঘ হোঁচট খেয়েছে। এক কথায় পা কেটেছে পঁচা শামুকে। এ দলটি গতকাল অষ্টম রাউন্ডের খেলায় এক গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে কাস্টম স্পোর্টস ক্লাবের সাথে ১-১ গোলে ড্র করেছে। এ ড্রয়ের সুবাদে মাদারবাড়ি নয় খেলায় ১৬ ও কাস্টম নয় খেলায় সাত পয়েন্ট পেয়েছে। আগামী ১২ অক্টোবর তাদের শেষ ম্যাচে রেলিগেটেড অফিস দল বিসিআইসির বিরুদ্ধে জিতলেই শিরোপা মাদারবাড়ির ঘরে শোভা পাবে।
এম এ আজিজ স্টেডিয়ামে দু’দলের মধ্যেকার এ ম্যাচটি শিরোপার আরো এক ধাপ এগিয়ে যেতে মাদারবাড়ির জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপেক্ষাকৃত দুর্বল দল কাস্টম স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে জিতবে অনেকেই ধরে নিয়েছিল। খেলার ২৬ মিনিটে তানিমের গোলে এগিয়েও ছিল এ দলটি। কিন্তু খেলার অন্তিম মুহূর্তে রক্ষণভাগের ভুলের সুযোগে কাস্টমসের সাইফের শট গোলরক্ষকের হাতে লেগে বল জালে ঠাঁই নিলে তাদের স্বপ্ন ভেঙে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ