Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিক্ষোভ দমনে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন ইরানে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২২, ১২:১৪ এএম

ইরানে চলমান বিক্ষোভ দমনে বেশ কয়েকটি শহরের বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ পুলিশ মোতায়েন করেছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। নৈতিকতা পুলিশের হেফাজতে কুর্দি নারী মাহশা আমিনির মৃত্যুর পর থেকে এই বিক্ষোভ চলছে। প্রত্যক্ষদর্শীরা জানান, উমিয়া, তাবরিজ, রাশত ও রাজধানী তেহরানে বিশ্ববিদ্যালয়গুলো ঘিরে দাঙ্গা পুলিশ অবস্থান নিয়েছে। গত কয়েক দিন ধরে বিক্ষোভের কেন্দ্রস্থল পরিণত হয়েছে এসব শহরের বিশ্ববিদ্যালয়গুলো। তেহরানের এক শিক্ষার্থী জানান, তেহরান বিশ্ববিদ্যালয় ঘিরে নিরাপত্তাবাহিনীর অনেক সদস্য অবস্থান করছে। আমি ক্যাম্পাস ছাড়তে ভয় পাচ্ছি। শিক্ষার্থীদের গ্রেফতারের জন্য অনেক পুলিশ ভ্যান বাইরে অপেক্ষা করছে। মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, নিরাপত্তাবাহিনীর অভিযানে কয়েক হাজারকে গ্রেফতার করা হয়েছে। অনেকে আহত হয়েছেন। আইনশৃঙ্খলাবাহিনীর সাথে যোগ দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সাথে সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী মিলিশিয়া দল বাসিজ। এখন পর্যন্ত বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫০ জনে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য নিহত হয়েছে। চলমান বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা মাথার হিজাব খুলে ‘খামেনি নিপাত যাক’ সেøাগান দিচ্ছেন। রয়টার্সের পক্ষ থেকে ভিডিওটি সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ