Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাত মাস আগেই নির্বাচনের ঘোষণা ডেনমার্ক প্রধানমন্ত্রীর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২২, ১২:১৪ এএম

ডেনমার্কের সাধারণ নির্বাচনের আহবান করেছেন দেশটির প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন। ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ডেনমার্কের সাধারণ নির্বাচন। ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার সাত মাস আগেই এ তারিখ ঘোষণা করলেন ড্যানিশ প্রধানমন্ত্রী। আল-জাজিরা ও গার্ডিয়ানের প্রতিবেদনে এমনটা জানা যায়। ২০১৯ সালের জুন থেকে সামাজিক গণতান্ত্রিক সংখ্যালঘু সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। সা¤প্রতিক সময়ে তার জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। বিশেষ করে করোনা মহামারিকালে মিঙ্ক হত্যার দায়ে তার জনপ্রিয়তায় এমন নিম্নমুখি দৃশ্য দেখা যায়। জরিপে দেখা যায়, বামপন্থি বøক ও ডানপন্থি বøক জনপ্রিয়তায় সমান সমান অবস্থানে রয়েছে। এসব গোষ্ঠীর অনেকে অভিবাসন কমানোর সমর্থনও করছেন। অনুষ্ঠিতব্য এ নির্বাচনের মাধ্যমে ফুকেটিংয়ের (ডেনমার্কের সংসদের নাম) ১৭৯ সদস্য নির্বাচন করা হবে। বুধবার নির্বাচন অনুষ্ঠিত হওয়া সংক্রান্ত ভাষণে ড্যানিশ প্রধানমন্ত্রী বলেন, আমরা উভয় মতাদর্শের দলকে নিয়ে একটি সরকার গঠন করতে চাই। এ সময় আন্তর্জাতিক সংকটের মধ্যে নির্বাচন আয়োজনের ঘটনাটি একটু বেমানান বলেও মন্তব্য করেন তিনি। আল-জাজিরা, গার্ডিয়ান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ