নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান লড়াই মানেই বাড়তি উন্মাদনা ও রোমাঞ্চ। কয়েক দিন আগেই এশিয়া কাপে দুই দুইবার মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী দেশদুটি। আবারও মুখোমুখি হতে যাচ্ছে দুই দেশ। তবে এবার নারী এশিয়া কাপের মঞ্চে।
শুক্রবার (৭ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তানের মেয়েরা। এরই মধ্যে ম্যাচটি ঘিরে উত্তেজনার পারদ চড়েছে। চলতি টুর্নামেন্টেরও হাই-ভোল্টেজ ম্যাচ হতে যাচ্ছে এটি।
এরই মধ্যে টানা তিন জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে হরমনপ্রীত-স্মৃতি মান্দানার ভারত। অন্যদিকে, প্রথম দুই ম্যাচে জয় পেলেও সবশেষ ম্যাচে থাইল্যান্ডের কাছে অঘটনের শিকার পাকিস্তান। নারী ক্রিকেটের ইতিহাসের বড় অঘটনের দিনে ৪ উইকেটের হারে পয়েন্ট টেবিলে দুইয়ে আছে বিসমাহ মারুফরা।
পরিসংখ্যানে ছেলেদের ক্রিকেটের মতো মেয়েদের ক্রিকেটেও পাকিস্তানের চেয়ে যোজন যোজন এগিয়ে ভারত। টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ১২ বারের দেখায় ১০ বারই জয় পেয়েছে ভারত। আর বাকি দুইবার জিতেছে পাক মেয়েরা। সবশেষ কমনওয়েলথ গেমসেও পাকিস্তানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে টিম ইন্ডিয়া। এছাড়া নারী এশিয়া কাপে পাঁচবারের দেখায় প্রতিবারই জয় পেয়েছে ভারত।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ:মুনিবা আলি (উইকেটকিপার), সিদরা আমিন, বিসমাহ মারুফ (অধিনায়ক), ওমাঈমা সোহাইল, নিদা দার, আলিয়া রিয়াজ, আয়েশা নাসিম, কাইনাত ইমতিয়াজ, দিয়ানা বেইগ, তুবা হাসসান, নাসরা সান্ধু।
ভারতের সম্ভাব্য একাদশ: শেফালী ভার্মা, স্মৃতি মান্দানা, জেমিমা রদ্রিগেজ, হারমানপ্রীত কৌর (অধিনায়ক), দায়ালান হেমলতা, দীপ্তি শর্মা, স্নেহ রানা, রিচা ঘোষ (উইকেটকিপার), পুজা ভস্ত্রকার, রাধা যাদব, রেনুকা সিং।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।