Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্কোয়াশ শুরু

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২২, ৯:৪৭ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একসঙ্গে তিনটি টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেটস ফেডারেশন। এর মধ্যে দু’টি আন্তর্জাতিক ও একটি ঘরোয়া প্রতিযোগিতা। ইস্পাহানি গ্রুপের পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্টের মধ্যে পুরুষদের চ্যালেঞ্জ ট্যুর-৫ এ দেশসেরা ১৬ জন পুরুষ খেলোয়াড় খেলছেন মিশর, ইরান, কুয়েত, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার প্রতিযোগিদের সঙ্গে। নারী স্যাটেলাইট ট্যুরে দেশের সেরা আট মেয়ে খেলবেন শ্রীলঙ্কার মেয়েদের সঙ্গে।

এছাড়া যুব প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৫ ও ১৭ গ্রæপে খেলছে খাগড়াছড়ি, কুমিল্লা, বিকেএসপি, গোপালগঞ্জ ও ঢাকাসহ ১৮ ক্লাবের প্রায় দেড় শতাধিক ছেলে ও মেয়ে। খেলা হচ্ছে আর্মি অফিসার্স মেস, গুলশান ও উত্তরা ক্লাবে। বুধবার গুলশান ক্লাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন। এ সময় বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেটস ফেডারেশনের সভাপতি মুহাম্মদ ফারুক খান এমপি ও সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জিএম কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ