Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়: অমিত শাহ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২২, ৮:৪২ পিএম | আপডেট : ৯:৪৩ পিএম, ৫ অক্টোবর, ২০২২

কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে কোনওরকম আলোচনা করার প্রশ্নই নেই। মন্তব্য করলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার অধিকৃত কাশ্মীরের বারামুল্লার এক সভায় অমিত শাহ বলেন, কাশ্মীরকে পুরোপুরি সন্ত্রাসমুক্ত করাই কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের একমাত্র লক্ষ্য। তার জন্য যদি বারামুল্লার মানুষের সঙ্গে কথা বলতে হয়, তাতে তিনি রাজি। কাশ্মীরবাসীর সঙ্গে কথা বলতে সরকারের কোনও সমস্যা নেই। কিন্তু কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে কোনওরকম আলোচনা নয়।

এই মুহূর্তে তিনদিনের কাশ্মীর সফরে আছেন শাহ। আসলে ৩৭০ ধারা বাতিলের পর প্রথমবার বিধানসভা নির্বাচন হতে চলেছে উপত্যকায়। ভোটের প্রস্তুতির জন্যই শাহ এখন কাশ্মীরে। বুধবার বারামুল্লার এক জনসভায় শাহ বলেন, ‘আমরা কাশ্মীর থেকে সন্ত্রাসকে পুরোপুরি উপড়ে ফেলতে চাই। যাতে কাশ্মীর ভূস্বর্গ হয়েই থাকতে পারে। আমরা সন্ত্রাসবাদ সহ্য করব না। কাশ্মীরকে দেশের সবচেয়ে শান্তিপূর্ণ রাজ্য বানাবো।’ শাহ এদিন দাবি করেছেন, ‘নয়ের দশক থেকে কাশ্মীরে শুধু সন্ত্রাসের বলি হয়েছেন ৪২০০ জন। সন্ত্রাসবাদে কারও ভাল হয় না।’

শাহ এদিন বারামুল্লায় দাঁড়িয়েই কাশ্মীরের বিরোধী শিবিরকে একযোগে আক্রমণ করেন। তিনি বলেন, ‘যারা ৭০ বছর ধরে রাজত্ব করে এসেছে তারা বলছে পাকিস্তানের সঙ্গে কথা বলতে। আমরা কেন বলব, পাকিস্তানের সঙ্গে কোনও কথা নয়। মুফতি এন্ড সন্স, আবদুল্লাহ এন্ড কোম্পানি এবং কংগ্রেস (Congress) কখনও কাশ্মীরের উন্নয়নের কথা ভাবেনি। মেহবুবা মুফতি ও ফারুক আবদুল্লারা এতদিনে মাত্র চারটি মে়ডিক্যাল কলেজ তৈরি করেছে, আর ২০১৪ সালের পরই আমরা ৯টা তৈরি করেছি। এক লক্ষ বাড়ি বানিয়েছি। কাশ্মীরের গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি।’

এদিন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আরও একবার ইঙ্গিত দিয়েছেন, উপত্যকায় দ্রুতই ভোটের দামামা বাজতে চলেছে। সীমানা পুনর্বিন্যাসের পর এই মুহূর্তে ভোটার তালিকা সংশোধনের কাজ চলেছে। সেটা মিটে গেলেই ভোটপ্রক্রিয়া শুরু হয়ে যাবে। সূত্র: টিওআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ