Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্কুল ব্যাডমিন্টনে বিশাল-মাধুর্য চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২২, ৮:৩০ পিএম

শেখ রাসেল জাতীয় স্কুল ব্যাডমিন্টন টুর্নামেন্টের বালক এককে বিশাল শর্মা ও বালিকা এককে মাধুর্য বিশ^াস চ্যাম্পিয়ন হয়েছেন। বুধবার পল্টন ময়দান সংলগ্ন শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে বালক দ্বৈতে মো. ওয়ালিউল্লাহ ও মো. রিজওয়ান জুটি এবং বালিকা দ্বৈতে রোকেয়া খাতুন ও তানজিলা জুটি সেরা হয়েছে। ক্রেস্ট ছাড়াও এককে চ্যাম্পিয়ন ও রানারআপ যথাক্রমে ১২ ও ৮ হাজার টাকা এবং দ্বৈতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ যথাক্রমে ১৫ ও ১০ হাজার টাকার প্রাইজমানি পান।

পৃষ্ঠপোষক শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব কেএম শহিদুল্যার সভাপতিত্বে খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং যুব ও ক্রীড়া কমিটির চেয়ারম্যান, বর্ষিয়ান রাজনীতিবিদ ও ক্রীড়া সংগঠক মোজাফফর হোসেন পল্টু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ