Inqilab Logo

শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইরাকের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার প্রচেষ্টাকে দৃঢ় সমর্থন দেয়া উচিত: চীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২২, ৬:৫৫ পিএম

জাতিসংঘে নিযুক্ত চীনা স্থায়ী উপ প্রতিনিধি তাই পিং গতকাল (মঙ্গলবার) জানান, ইরাকের কৌশলগত অবস্থান গুরুত্বপূর্ণ; ইরাককে ভূরাজনৈতিক প্রতিযোগিতার ক্ষেত্র বানানো উচিত নয়। বিগত তিন দশকে ইরাকের পরিস্থিতির অনেক উত্থান পতন হয়েছে, দেশের জনগণ অনেক কষ্ট করেছে। বর্তমান পরিস্থিতিতে ইরাকের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার প্রচেষ্টাকে আন্তর্জাতিক সমাজের অব্যাহত দৃঢ় সমর্থন দেওয়া উচিত।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট সভায় তাই পিং জানান, ইরাকসহ সব দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতাকে সম্মান করা চীনের বরাবরের দৃষ্টিভঙ্গি। সহযোগিতার মাধ্যমে অভিন্ন নিরাপত্তা অর্জনের চেষ্টাকে চীন সবসময় সমর্থন দেয়।

তিনি বলেন, বর্তমানে ইরাকের অভ্যন্তরীণ রাজনীতি একটি মৌলিক পর্যায়ে এসেছে। ইরাকের সব রাজনৈতিক গোষ্ঠী একতা জোরদার করতে পারবে ও সুষ্ঠুভাবে মতভেদ দূর করতে পারবে বলে আশা করে চীন।

চীনা প্রতিনিধি আরো বলেন, সন্ত্রাসী আইএসকে দমন করা ও সন্ত্রাসীদের দখল করা ভূখণ্ড পুনরুদ্ধার করার জন্য ইরাক অনেক আত্মত্যাগ করেছে। সন্ত্রাসদমনে ইরাককে আন্তর্জাতিক সমাজের অব্যাহত দৃঢ় সমর্থন দেয়া উচিত। সূত্র: সিজিটিএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ