নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ভারত সফরে টানা দুই ম্যাচে হারের পর সম্মান রক্ষার ম্যাচে ভারতকে উড়িয়ে দিয়েছে দ.আফ্রিকা। মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়ন্টিতে রাইলি রুশোর ঝড়ো সেঞ্চুরিতে ভারতকে ৪৯ রানে হারায় তারা।
ফলে ভারত সফরে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে বিদায় নিচ্ছে আফ্রিকার দলটি। দ.আফ্রিকার দেয়া ২২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮.৩ ওভারে ১৭৮ রানে অলআউট হয় ভারত।
প্রথমে ব্যাট করতে নেমে রাইলি রুশোর ঝড়ো সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২২৭ রান সংগ্রহ করে দ আফ্রিকা। রাইলি রুশো ৪৮ বলে ৭ বাউন্ডারি ও ৮ ছক্কায় ১০০ রান করে অপরাজিত থাকেন। এছাড়া ওপেনার কুইন্টন ডি কক করেন দ্বিতীয় সর্বোচ্চ রান। তিনি ৪৩ বলে ছয় বাউন্ডারি ও চার ছক্কায় করেন ৬৮ রান।
জবাবে ব্যাট করতে নেমে ক্যাপ্টেন রোহিত শর্মা শূন্য রাতে বিদায় নেন। ভারতের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন দিনেশ কার্তিক। এছাড়া হর্শাল প্যাটেলের ব্যাট থেকে আসে ৩১ রান। ওপেনার ঋষভ পন্ত ২৭ রান করে বিদায় নেন। শেষ দিকে উমেশ যাদব ২০ রান করে অপরাজি থেকেও হার এড়াতে পারেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।