মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরান শিল্পের ১৮টি ক্ষেত্রে ১ হাজার ২০০টি ন্যানো পণ্য উৎপাদন করে বলে জানিয়েছেন দেশটির ন্যানো প্রযুক্তি উন্নয়ন সদর দফতরের সচিব সাইদ সরকার।
ইরান ন্যানো প্রদর্শনীর ১৩তম আসরের ফাঁকে তিনি এ মন্তব্য করেন। সরকার বলেন, দেশের বিভিন্ন খাতের দেশীয় সক্ষমতা ও সম্ভাবনা তুলে ধরতে প্রদর্শনীতে পণ্যগুলি প্রদর্শন করা হচ্ছে।
আশা করা হচ্ছে, ১০টি দেশের বাণিজ্য ও অর্থনৈতিক প্রতিনিধিদল ন্যানো ক্ষেত্রের উল্লেখযোগ্য প্রযুক্তিগত অর্জনগুলি তুলে ধরতে এবারের প্রদর্শনীতে অংশ নেবে।
অন্যত্র সাইদ সরকার এই অঞ্চল ও বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তি উৎপাদনে ইরানের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, ন্যানো-সায়েন্স উৎপাদনের ক্ষেত্রে আঞ্চলিক ও ইসলামি দেশগুলোর মধ্যে ইরান প্রথম স্থানে রয়েছে। চীন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পরে ইরানও বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে।
সূত্র: মেহর নিউজ
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।