Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাঞ্জানে সহস্রাব্দের পুরনো নিদর্শন আবিষ্কার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২২, ১০:৪৭ পিএম

ইরানি পুলিশ সম্প্রতি উত্তর-পশ্চিমাঞ্চলীয় জাঞ্জান প্রদেশে খ্রিস্টপূর্ব ১ম সহস্রাব্দের ছয়টি ঐতিহাসিক নিদর্শন আবিষ্কার করেছে। দেশটির সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার দায়িত্বে থাকা একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা এই তথ্য জানান।

হোসেন-আলি ফজলি সোমবার জানান, পুলিশ সাংস্কৃতিক ঐতিহ্যের অনুরাগীদের কাছ থেকে খবর পাওয়ার পর তারম কাউন্টিতে একটি মাটির সীল এবং কিছু ঐতিহ্যবাহী গহনা সহ ধ্বংসাবশেষগুলি আবিষ্কার করে।

জাঞ্জান সাসানিদ রাজা আরদাশির প্রথম (১৮০-২৪২ খ্রিস্টাব্দ) প্রতিষ্ঠিত শহরগুলির মধ্যে একটি। প্রদেশটি স্থাপত্যের বিস্ময় সোলতানিয়াহে, কাতালে-খোর গুহা, রঙিন পর্বত এবং ইউনেস্কো-নিবন্ধিত তখত-ই সোলেমান এর জন্য বিখ্যাত।

সূত্র: তেহরান টাইমস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ