নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ঢাকা মহানগর টেবিল টেনিস (টিটি) লিগের দলবদল শুরু হয়েছে। গতকাল পল্টন ময়দান সংলগ্ন শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ টিটি ফেডারেশনে উপস্থিত হয়ে দলবদল কার্যকমে অংশ নেন খেলোয়াড়রা। এই কার্যক্রম চলবে ৯ অক্টোবর পর্যন্ত। দলবদল শেষে ১৩ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত একসঙ্গে তিনটি লিগের খেলা অনুষ্ঠিত হবে। যেখানে অংশ নেবে ৪৯টি ক্লাব। এর মধ্যে প্রিমিয়ার লিগে ১০টি, প্রথম বিভাগে ৩০টি এবং নারী লিগে খেলবে ৯টি ক্লাব।
কাল এ তথ্য নিশ্চিত করেন ফেডারেশনের সহ-সভাপতি খোন্দকার হাসান মুনির। তিনি বলেন, ‘দলবদল কার্যক্রম শুরু হয়েছে। আগামী রোববার দলবদলের শেষ দিনে ঘোড়ার গাড়ীতে করে এসে এতে অংশ নেবে ওয়ারী ক্লাবের খেলোয়াড়রা।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।