Inqilab Logo

সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আফ্রিকানরা পদ্ধতিগত বৈষম্যের শিকার হচ্ছেন: চীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২২, ৯:১৪ পিএম

জেনিভায় জাতিসংঘ কার্যালয়ে নিযুক্ত চীনের স্থায়ী রাষ্ট্রদূত ছেন সু গতকাল (সোমবার) এক অধিবেশনে বলেন, যারা আফ্রিকান বংশোদ্ভূত শিশুদের অধিকার লঙ্ঘন করছে, তাদের সংশ্লিষ্ট দেশগুলোর আইনের আওতায় আনা উচিত। এতে ব্যাপক আফ্রিকান বংশোদ্ভূত শিশু একটি স্বাস্থ্যকর ও আনন্দময় শৈশব উপভোগ করতে পারবে।

তিনি জানান, আফ্রিকান বংশোদ্ভূত শিশু বর্ণ বৈষম্য ও অন্যায়ের শিকার। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মদল জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে একটি প্রতিবেদন দাখিল করেছে। যা অনেক গুরুত্বপূর্ণ। এ সমস্যার ওপর গভীর নজর রাখছে চীন।

তিনি জানান, আফ্রিকান ও আফ্রিকান বংশোদ্ভূতরা দীর্ঘমেয়াদে পদ্ধতিগত বৈষম্য ও ঘৃণার অপরাধের শিকার হচ্ছেন। বিশেষ করে আফ্রিকান বংশোদ্ভূত শিশু বন্দুক সহিংসতা, দারিদ্র্যসহ নানা সমস্যায় রয়েছে। তাদের মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা গুরুতরভাবে লঙ্ঘন করা হচ্ছে।

তিনি জোর দিয়ে বলেন, সংশ্লিষ্ট প্রতিবেদনের প্রস্তাবে চীন সমর্থন দেয়। সংশ্লিষ্ট দেশগুলোকে ‘শিশুদের অধিকার-বিষয়ক কনভেনশনে’ অনুমোদন দেওয়ার আহ্বান জানায় চীন। সূত্র: সিআরআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ