মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গতকাল (সোমবার) জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলন ‘বাণিজ্য ও উন্নয়ন প্রতিবেদন’ প্রকাশ করেছে। এতে পূর্বাভাস দেয়া হয়েছে যে, ২০২২ সালে বিশ্ব অর্থনীতি ২.৫ শতাংশ বৃদ্ধি পাবে। সেই সঙ্গে ২০২৩ সালের অর্থনৈতিক প্রবৃদ্ধি ২.২ শতাংশ কমবে।
সব অঞ্চলে ধীরগতির প্রভাব দেখা যাচ্ছে, তবে উন্নয়নশীল দেশগুলো এতে বিশেষভাবে প্রভাবিত হয়েছে, লাতিন আমেরিকার মধ্যম আয়ের দেশ এবং আফ্রিকার নিম্ন আয়ের দেশগুলোর অর্থনীতি এ বছর তীব্রভাবে কমছে।
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন-বিষয়ক সম্মেলনও সতর্ক করে বলেছে মার্কিন সুদের হার বৃদ্ধির ফলে উন্নয়নশীল দেশগুলির আয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
এ বছর প্রায় ৯০টি উন্নয়নশীল দেশের মুদ্রা ডলারের বিপরীতে অবমূল্যায়িত হয়েছে, তার মধ্যে এক তৃতীয়াংশেরও বেশি ১০ শতাংশেরও বেশি অবমূল্যায়ন হয়েছে। সূত্র: সিআরআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।