Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

মিশরের আলেকজান্দ্রিয়া ফিল্ম ফেস্টিভ্যালে গেলে অনন্ত ও বর্ষা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

আজ থেকে মিশরে শুরু হতে যাওয়া ভূমধ্যসাগরীয় দেশগুলোর সিনেমা নিয়ে ৩৮ তম আলেকজান্দ্রিয়া মেডিটেরিয়ানিয়ান কান্ট্রিজ ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হচ্ছে। এ ফিল্ম ফেস্টিভ্যালে আমন্ত্রণ পেয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক, প্রযোজক ও বিশিষ্ট শিল্পপতি অনন্ত জলিল ও বর্ষা দম্পতি। বাংলাদেশ থেকে এই প্রথম কোনো নায়ক-নায়িকা এ ফেস্টিভ্যালে আমন্ত্রণ পেয়েছে। গতকাল সকালে অনন্ত ও বর্ষা ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে মিশরের উদ্দেশ্যে গিয়েছেন। সেখানে গত ঈদে মুক্তি পাওয়া তাদের সিনেমা ‘দিন দ্য ডে’ প্রদর্শন করা হতে পারে। যাওয়ার আগে অনন্ত বলেন, এটা আমাদের জন্য এবং আমাদের চলচ্চিত্রের জন্য সুখবর। আমরা বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। ফ্যাস্টিভ্যালে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র প্রদর্শিত হবে। আমাদেরটাও প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। এতে বাংলাদেশের সিনেমা সম্পর্কে মিশরসহ ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশগুলো জানতে পারবে। তিনি বলেন, সেখানে আমরা মিডিয়া এবং প্রযোজক-পরিচালকদের সাথে মতবিনিময় করব। আমাদের চলচ্চিত্র সম্পর্কে তাদের ধারণা দেব। উল্লেখ্য, এই ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজিত হয় মিশরের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে আলেকজান্দ্রিয়া গভর্ণ-এর উদ্যোগে। ফেস্টিভ্যাল চলবে ১০ অক্টোবর পর্যন্ত।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আলেকজান্দ্রিয়া
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ