Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পর্যটন ইতিহাস সংরক্ষণ করতে হবে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

মালদ্বীপের পর্যটন ইতিহাস ভবিষ্যত প্রজন্মের জন্য সংরক্ষণ করতে হবে। পর্যটন খাতে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ১৯৮০ এর দশকে। কঠোর পরিশ্রম ও সাধনার ফলে মালদ্বীপের পর্যটন শিল্প বিশ্ববাসীর কাছে পরিচিতি পেয়েছে। সোমবার মালদ্বীপে পর্যটন শিল্পের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ‘পর্যটন গোল্ডেন ইয়ার গালা’ সন্ধ্যায় দেশটির প্রেসিডেন্ট সোলিহ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় ৭৭ জনকে ‘প্রেসিডেন্ট পর্যটন’ স্বর্ণপদক দেওয়া হয়। তিনি বলেন, আমরা বিশেষ করে গাসিম ইব্রাহিমের কথা বলতে পারি। তার বিনিয়োগের মাধ্যমে পর্যটন সেক্টরে ইতিবাচক পরিবর্তন লক্ষ করা গেছে। মালদ্বীপজুড়ে ২০০৮ সালে গেস্ট হাউসের কার্যক্রম শুরু করা হয়। এছাড়া সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ নাশিদের সময়, পর্যটন নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছিল। এখন সেই সুফল ভোগ করছে সবাই। প্রেসিডেন্ট সোলিহ বলেন, মালদ্বীপের পর্যটন বিশ্ববিখ্যাত হয়ে উঠেছে কারণ বেসরকারি খাতের বিকাশের ওপর সম্প‚র্ণ স্বায়ত্তশাসন রয়েছে। তিনি ভবিষ্যৎ প্রজন্মকে এ খাতে যুক্ত হতে উৎসাহিত করে মালদ্বীপের পর্যটনকে বিশ্বমানের বিলাসবহুল পণ্যে পরিণত করার জন্য সোনু শিবদাসান, সোনেভার সিইওয়ের মতো বিদেশি বিনিয়োগকারীদেরও ধন্যবাদ জানান। প্রেসিডেন্ট সোলিহ মালদ্বীপের পর্যটন খাতের উন্নয়নে জড়িত সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রিসোর্টের মালিক এবং অপারেটর, গেস্ট হাউস অপারেটর, লাইভবোর্ড এবং ডাইভ সেন্টার চালক, ট্র্যাভেল এজেন্ট, পারফর্মিং শিল্পী এবং পর্যটন খাতের কর্মকর্তা-কর্মচারীরা। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ