মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস মিসরে আবহাওয়া পর্যালোচনা সম্মেলনের আগে উন্নয়নশীল দেশগুলোতে আবহাওয়া কর্মকান্ডে সহায়তা করার জন্য বছরে ১০ হাজার কোটি ডলারের প্রতিশ্রুতি পূরণ করার জন্য উন্নত দেশগুলোর প্রতি আহবান জানিয়েছেন। মন্ত্রী, আবহাওয়া বিশেষজ্ঞ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা নভেম্বর কপ-২৭ বৈঠকের এজেন্ডা প্রস্তুত করতে এই সপ্তাহে কঙ্গোর রাজধানী কিনশাসায় এক বৈঠকে মিলিত হচ্ছেন। এ বছর কপ-২৭ ৬ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত শার্ম এল-শেখের লোহিত সাগরের রিসোর্টে অনুষ্ঠিত হবে। জাতিসংঘ বলেছে, জি-২০ ভুক্ত দেশগুলো বৈশ্বিক নির্গমনের ৮০ ভাগের জন্য দায়ী, তবে তারা তাদের বার্ষিক ১০ হাজার কোটি ডলার প্রতিশ্রæতি প্রদানে ধীরগতিতে কাজ করেছে। ২০১৫ সালের প্যারিস আবহাওয়া চুক্তিতে সেট করা মানদন্ড সম্পর্কে সোমবার সাংবাদিকদের তিনি বলেন, এক সাথে নেয়া বর্তমান প্রতিশ্রুতি এবং নীতিগুলি বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিকে ২ ডিগ্রি সেলসিয়াসে সীমিত করার সুযোগের দরজা বন্ধ করে দিচ্ছে। তাই আসুন ১.৫ ডিগ্রি লক্ষ্যমাত্রা পূরণ করা যাক। জাতিসংঘ সতর্ক করেছে যে সেই লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হলে আবহাওয়া বিপর্যয় হবে। তিনি আরো বলেন, বিশ্ব অপেক্ষা করতে পারে না। নিঃসরণ বর্তমানে সর্বকালের মধ্যে সর্বোচ্চ এবং ক্রমবর্ধমান। গুতেরেস বলেন, প্রতিটি সরকার, ব্যবসা, বিনিয়োগকারী এবং প্রতিষ্ঠানকে অবশ্যই একটা শক্ত আবহাওয়া কর্ম পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। জাতিসংঘের প্রধান বলেন, আমি সর্বোচ্চ পর্যায়ের নেতাদের কপ-২৭-এ পূর্ণ অংশ নেয়ার জন্য আহŸান জানাচ্ছি এবং বিশ্বকে জানাতে চাই যে তারা জাতীয় ও বিশ্বব্যাপী আবহাওয়া মোকাবেলায় কী পদক্ষেপ নেবে। আবহাওয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত জন কেরি এই সপ্তাহে কিনশাসার নেতাদের মধ্যে রয়েছেন। ভিওএ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।