মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তলব ইইউর
ইউরোপীয় ইউনিয়ন সোমবার রাশিয়ার শীর্ষ ক‚টনীতিকদের ব্রাসেলসে ডেকে পাঠিয়েছে। ইউক্রেনের আরো ভুখন্ড প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘অবৈধ অন্তর্ভুক্তির’ নিন্দা জানাতে সদস্য রাষ্ট্রগুলোর সমন্বিত পদক্ষেপের অংশ হিসেবে তাদের ডেকে পাঠানো হয়। এই বøকের পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র পিটার স্ট্যানো বলেন, ‘এটি হচ্ছে ইইউ’র একটি জোরালো ও সমন্বিত পদক্ষেপ।’ বেলজিয়াম রাশিয়ার রাষ্ট্রদূতকে ডেকে পাঠায়। এরপর একই পথ অনুসরণ করে ইতালি ও অস্ট্রিয়া রাশিয়ার রাষ্ট্রদূতকে ডেকে পাঠায়। ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে রাশিয়ার বিরুদ্ধে সাত দফার নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ এবং ইউক্রেনে কয়েক বিলিয়ন ডলার মূল্যের সামরিক সহায়তা সরবরাহ করেছে। এএফপি।
সোমালিয়ায় নিহত ২০
সোমবার মধ্য সোমালি শহর বেলেদউইনে তিনটি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে দুটি বিস্ফোরণ ঘটে। এরপর বিকেলে তৃতীয় গাড়ি বোমা বিস্ফোরণটি ঘটে। সকালে বিস্ফোরণে হিরান অঞ্চলের ডেপুটি গভর্নর আবুকার শেখ মাদে এবং এই অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রী জাকারিয়ে মোহাম্মদ আহমেদ নিহত হয়েছেন। আল-শাবাব উগ্রবাদী গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে। মোগাদিশু থেকে প্রায় ৩৩৭ কিলোমিটার উত্তরে অবস্থিত বেলেদউইন ইসলামপন্থী উগ্রবাদী গোষ্ঠী আল-শাবাবের বিরুদ্ধে স্থানীয় স¤প্রদায়ের প্রতিরোধের কেন্দ্র। সোমালি সরকার রোববার সন্ধ্যায় ১ অক্টোবর মধ্য জুব্বা অঞ্চলের হারামকা এলাকায় অভিযানে আল-শাবাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হওয়ার সংবাদ দেয়ার কয়েক ঘণ্টা পর সোমবারের বিস্ফোরণ ঘটলো। ভয়েস অফ আমেরিকা।
ইকুয়েডরে নিহত ১৫
ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় ১৫ জন নিহত হয়েছেন। ইকুয়েডরের কারাগারের ব্যবস্থাপনা সংস্থা ‘এসএনএআই’ এক বিবৃতিতে বলেছে, সোমবার ঘটে যাওয়া এ দাঙ্গায় ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২১ জন। দেশটির দক্ষিণাঞ্চলের লাটাকুঙ্গা শহরে কারাগারের নিয়ন্ত্রণ নিতে কৌশলগত ইউনিট অব্যাহত অভিযান চালিয়ে যাচ্ছে। কারাগারটিতে ৪ হাজার ৩০০ বন্দী রয়েছে। এটি দেশটির অন্যতম বৃহত্তম কারাগার। ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে মাদক চোরাচালান সম্পর্কিত সাতটি সহিংসতার ঘটনায় চারশোরও বেশি বন্দী প্রাণ হারায়। ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি বন্দী কারাগারগুলোতে থাকায় সেখানে জীবনযাত্রার পরিস্থিতি খুবই করুন। এ কারণে কারাগারগুলোকে থাকার উপযোগী করতে দেশটির প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো আগস্টে দেশের প্রথম বন্দী আদমশুমারি চালু করেন। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।