মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, তার দেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো বেসরকারি সংস্থাগুলোর বিরুদ্ধে রুশ সরকারের পাল্টা ব্যবস্থা অব্যাহত থাকবে। বৃহস্পতিবার প্রেসিডেন্সিয়াল হিউম্যান রাইটস কাউন্সিলের বৈঠকে পুতিন আরও বলেন, রাশিয়া বেসরকারি সংস্থাগুলোর সে দেশের স্বার্থবিরোধী কর্মকা- কোনভাবে মেনে নেবে না। ২০১১ ও ২০১২ সালে পুতিনের একটি আইনের বিরুদ্ধে বেসরকারি সংস্থাগুলো কথা বলেছিলো। তিনি বৃহস্পতিবার এসব এনজিওগুলোর মধ্যে যারা রাজনৈতিক ভাষায় কথা বলে, তাদের ‘বিদেশী চর’ বলে একটি আইনে স্বাক্ষর করেন। বৃহস্পতিবারের বৈঠকে বিভিন্ন বক্তা এ আইনের সমালোচনা করেন এবং সংশোধনী দাবি করেন। পুতিন তাদের এ ব্যাপারে ভেবে দেখার প্রতিশ্রুতি দেন। তবে তিনি এটাও পরিষ্কার করে দেন, বেসরকারি সংস্থাগুলোকে ব্যবহার করে দেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো বেসরকারি সংস্থাগুলোকে প্রতিউত্তর দেয়া প্রয়োজন। এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।