Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিচারক আটকের মামলায় এক মাসের মধ্যে মোশাররফকে আত্মসমর্পণের নির্দেশ

| প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিচারক আটকের মামলায় আত্মসমর্পণের জন্য পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফকে এক মাসের সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির সন্ত্রাসবিরোধী আদালত। ওই সময়সীমার মধ্যে তিনি আত্মসমপূণ না করলে তাকে স্বীকৃত অপরাধী বলে ঘোষণা করা হবে বলেও সতর্ক করা হয়েছে। পারভেজ মোশাররফকে নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতের সামনে হাজির করার জন্য তার আইনজীবীকে নির্দেশ দিয়ে আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত মামলার প্রক্রিয়া মুলতবি ঘোষণা করা হয়। গত শুক্রবার (৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন খবরটি নিশ্চিত করেছে। সেক্রেটারিয়েট পুলিশের পক্ষ থেকে ২০০৯ সালের ১১ আগস্ট মোশাররফের বিরুদ্ধে বিচারক আটকের মামলাটি দায়ের করা হয়।
সাবেক এ সেনাশাসক ৫ মাস ধরে ৬০ জন বিচারককে আটকে রেখেছিলেন এবং বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ থেকে বিরত রেখেছিলেন বলে অভিযোগ করা হয়। দেশটিতে জরুরি অবস্থা ঘোষণার পর সাবেক প্রধান বিচারপতি ইফতিখার মোহাম্মদ চৌধুরীসহ ওই বিচারকদের আটকে রাখা হয়েছিল। গত ২২ নভেম্বর বিচারকরা পারভেজ মোশাররফের আইনজীবীর কাছে জানতে চান যে তার মক্কেলকে যখন রাষ্ট্রদ্রোহ মামলায় বিশেষ আদালত আত্মস্বীকৃত অপরাধী ঘোষণা করেছে তখন এ মামলায় কিভাবে তার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। জবাবে আইনজীবী দাবি করেন, দুই মাস পর পর তার মক্কেলের স্বাস্থ্য পরীক্ষা করছেন চিকিৎসকরা। তাছাড়া দেশের নিরাপত্তা পরিস্থিতিও তার অনুকূলে নেই। আইনজীবীর দাবি, সংবিধানের ১০-এ অনুচ্ছেদ যা স্বচ্ছ বিচার নিশ্চিত করার কথা বলে তা অনুযায়ী মোশাররফের অনুপস্থিতিতেই তাকে উপস্থাপন করা যাবে। তবে তা নাকচ করে দিয়ে সরকারি প্রসিকিউটর আমির নাদিম তাবিশ বলেছেন, মোশাররফ আত্মসমর্পণ না করা পর্যন্ত তিনি রেহাই পাবেন না কিংবা তার আইনজীবীও তার প্রতিনিধিত্ব করতে পারবে না। এরপর আদালতের আদেশে বলা হয়, মোশাররফ আদালতে সশরীরে হাজির না হওয়া পর্যন্ত নিষ্কৃতির আবেদন করতে পারবেন না। ডন, বিবিসি ও রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ