Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্রান্সে অভিবাসী শিশুর বিনামূল্যে শিক্ষা বন্ধ করার পক্ষে লি পেন

| প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী কট্টর ডানপন্থী প্রার্থী মেরিন লি পেন সে দেশে অবস্থানকারী অবৈধ অভিবাসীদের সন্তানদের বিনামূল্যে শিক্ষার সুযোগ বন্ধ করে দেয়ার আহ্বান জানিয়েছেন। প্যারিসে নির্বাচনী সংস্থা বিভিএ আয়োজিত এক সম্মেলনে বক্তব্যদানকালে তিনি এ আহ্বান জানান। লিপেন কট্টর ডানপন্থী দল ন্যাশনাল ফ্রন্টের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি বলেন, ফ্রান্সে অবৈধ অভিবাসীদের প্রবেশ তিনি বন্ধ করতে চান এবং যারা অবৈধভাবে এখন ফ্রান্সে রয়েছে, তাদের সন্তানদের বিনামূল্যে শিক্ষার সুযোগও বন্ধ করে দিতে চান। লি বলেন, বিদেশীদের কাছ থেকে আমি কিছুই পাইনি। আমি বলবো, যদি তোমরা আমার দেশে আসো, তবে তোমাদের যে আমরা দেখভাল করবো, সেটা আশা করো না। তোমরা ভেবো না যে তোমাদের সন্তানরা বিনা খরচে শিক্ষিত হবে। সে সময় শেষ হয়ে গেছে।
রয়টার্স, এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ