Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথম মার্কিন নভোচারী জন গ্লেন পরলোকে

| প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মহাকাশ অভিযানের পথিকৃত জন গ্লেন আর নেই। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত বৃহস্পতিবার মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৯৫ বছর। ওহাইও স্টেট ইউনির্ভাসিটির মুখপাত্র হ্যাংক উইলসন এই তথ্য জানিয়েছেন। এর আগে গত বুধবার জানানো হয় এক সপ্তাহ আগে জন গ্লেনকে ওহাইও স্টেট ইউনির্ভাসিটির ক্যান্সার হাসপাতালে তাকে ভর্তি করানো হয়েছে। তবে তার কি রোগ হয়েছিল তা প্রকাশ করা হয়নি। ২০১৪ সালে তার হার্ট ভালব প্রতিস্থাপন করা হয়। জন গ্লেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এক বিবৃতিতে তিনি শোক প্রকাশ করেন। শোক বার্তায় তিনি বলেন, জনের মৃত্যুর মধ্য দিয়ে পুরো জাতি একজন প্রকৃত হিরোকে হারালো। আমি হারিয়েছে একজন বন্ধু। জনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প। এক ট্যুইট বার্তায় ট্রাম্প বলেন, মহাকাশ অভিযানের এক কিংবদন্তীকে হারালাম আমরা। তার কর্মকান্ডে পরবর্তী প্রজন্ম অনুপ্রাণিত হবে। সূত্র : সিএনএন ও ভয়েস অব আমেরিকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ